:: যা পড়ছি :: যা লিখছি :: ০০৩
@ সোহেল নওরোজ
———————————-

# যা পড়ছি-
বেশকিছু বই পড়েছি। করোনার কারণে লম্বা একটা সময় বাসাতেই থাকতে হয়েছে, সময়টা বই পড়েই কেটেছে। এর মধ্যে শীর্ষেন্দুর কিশোর গল্প, মুক্তিযুদ্ধের কিশোর গল্প, একটা ভূতের উপন্যাস পড়েছি।
# যা লিখছি-
অনেকদিন ধরেই বাচ্চাদের উপযোগী একটা বইয়ের পাণ্ডুলিপি তৈরি করছিলাম, সেটির কাজ গুছিয়ে এনেছি। ১০টি গল্প থাকছে বইটিতে। সব ঠিক থাকলে বইটা পরিবার পাবলিকেশন্স থেকে বের হবে।